ঢাকা মহানগর পুরাতন গাড়ি ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ২২:৫৩ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক:

উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশের মধ্য দিয়ে চলছে ঢাকা মহানগর পুরাতন গাড়ি ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড-এর পরিচালনা কমিটির নির্বাচন। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুইটি প্যানেল — "পান্নু-কবির পরিষদ" এবং "মইন-জুবায়ের পরিষদ"।

মোট ৩৯৯ জন ভোটার এই নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনকে ঘিরে সমিতি চত্বরে তৈরি হয়েছে উৎসবের আমেজ। প্রচার-প্রচারণায় কেউই পিছিয়ে নেই। তবে ভোটারদের মুখে মুখে এখন যে নামটি সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে, তা হলো "পান্নু-কবির পরিষদ"।

ভোট জরিপ বলছে, অভিজ্ঞতা ও অতীত নেতৃত্বগুণের ভিত্তিতে এই প্যানেল ভোটের ব্যবধানে অনেকটাই এগিয়ে রয়েছে। অন্যদিকে, "মইন-জুবায়ের পরিষদ" পিছিয়ে থাকলেও পরিবর্তনের বার্তা নিয়ে সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে ছুটে চলেছে।

ভোটারদের একটি বড় অংশ মনে করছেন, সমিতির সুষ্ঠু পরিচালনার জন্য অভিজ্ঞ নেতৃত্বই জরুরি। তাদের প্রত্যাশা, যোগ্য ও দক্ষ ব্যক্তিরাই আগামী দিনের সমিতিকে এগিয়ে নিয়ে যাবেন উন্নয়নের পথে।

নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই উত্তেজনা বাড়ছে ভোটার ও প্রার্থীদের মাঝে। সব মিলিয়ে এবারের নির্বাচন পরিণত হয়েছে এক ধরনের উৎসবমুখর গণতান্ত্রিক উৎসবে।


আমার বার্তা/এমই