বৈশাখে উইমেন্স ফ্যাশন ডিজাইনার্স সোসাইটির বর্ণিল আয়োজন

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ১৫:২৪ | অনলাইন সংস্করণ

  তকীউদ্দিন মুহাম্মদ আকরামুল্লাহ:

পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব, চেতনার উৎসব,  ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতির উৎসব। এতে মিশে আছে বাঙালির আবেগ, ভালোবাসা। পহেলা বৈশাখ বরাবর ই বাঙালিকে তার শেকরে টেনে আনে।বাংলা নববর্ষ ১৪৩২ এ বৈশাখ এর এই উৎসবকে আরও বর্ণিল ও রঙিন করে তুলতে বাংলাদেশ উইমেন ফ্যাশন ডিজাইনার্স সোসাইটি সোমবার রাজধানীর গুলশান শুটিং ক্লাবে অনাড়ম্বরভাবে "বৈশাখী উৎসব ২৪৩২" উদযাপন করে। 

সারাদিন জুড়ে আয়োজিত এই  উৎসব মেতেছিল বাউল গান, বাঙালিয়ানা ফ্যাশন শো, নৃত্য ওভব্যান্ড সঙ্গীত পরিবেশনায়। এতে বসেছিল গ্রামীণ হাটের মেলার আদলে রকমারি পন্যের স্টল, বৈচিত্র্যময় ফুড স্টপ্ল, গিফট স্টল। বাঙালির চিরচারিত পান্তা-ইলিশতো ছিল ই। বাচ্ছাদের জন্য ছিল প্লে জোন,  বাচ্ছাদের হৈ-হুল্লোড় ও বাধভাঙ্গা উচ্ছ্বাসে উৎসবটি হয়ে উঠে আরও বেশী প্রাণবন্ত।

বাংলাদেশ উইমেন ফ্যাশন ডিজাইনার্স সোসাইটি আয়োজিত এই বৈশাখী উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান। উৎসবের উদ্বোধন করেন, বাংলাদেশে নিযুক্ত সাউথ সুদানের কনসাল জেনারেল নুরুল ইসলাম। বাংলাদেশ উইমেন ফ্যাশন ডিজাইনার্স সোসাইটির উপদেষ্টা ও টিআইবির সদস্য ড. জাহিদ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও এর জেনারেল ম্যানেজার আসিফ আহমেদ। 

স্বাগত বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ উইমেন ফ্যাশন ডিজাইনার্স সোসাইটির সভাপতি আইরিন হক। বাংলাদেশ উইমেন ফ্যাশন ডিজাইনার্স সোসাইটি আয়োজিত এ উৎসব বাস্তবায়ন কমিটির আহ্‌বায়ক ও সদস্য সচিব ছিলেন, যথাক্রমে অভিনেত্রী অহনা রহমান ও ফ্যাশন কোরিওগ্রাফার সৈয়দ রুমা।


আমার বার্তা/এমই