রামপুরায় পারিবারিক কলমের জেরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ১৯:৩১ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর রামপুরা বনশ্রীর ৬ নম্বর রোডের একটি বাসার পাঁচ তলায় সাথী আক্তার (২৯)  নামে গৃহবধূ গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের দাবি।

নিহত সাথী আক্তার নেত্রকোনা সদরের চকপাড়া গ্রামের মুসলিম মিয়ার মেয়ে। বর্তমানে স্বামীর সাথে রামপুরার বনশ্রীতে ভাড়া থাকতেন।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

রামপুরা থানার উপ-পরিদর্শক (এস আই) মো. হাবিবুর রহমান জানান, আমরা খবর পেয়ে সকাল সাড়ে এগারটার দিকে মুগদা হাসপাতাল থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, আমরা আত্মীয়র মুখে জানতে পারি স্বামী-স্ত্রীর সঙ্গে কলহের জেরে  স্বামীর উপর অভিমান করে নিজরুমে গিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকে। পরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।তবুও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।


আমার বার্তা/এম রানা/এমই