বাংলাদেশ শিশু অধিকার ফোরামের জেন্ডার পলিসি প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ২১:১৫ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ শিশু অধিকার ফোরাম (বিএএসএফ) একটি গুরুত্বপূর্ণ কর্মশালার আয়োজন করে, যার উদ্দেশ্য ছিল—সংস্থার কর্মকর্তা-কর্মচারী, কার্যক্রমের সাথে জড়িত সকল শিশু ও কিশোর-কিশোরীদের মধ্যে লিঙ্গভিত্তিক বৈষম্য দূরীকরণ, যৌন শারীরিক ও মানসিক নির্যাতন প্রতিরোধের লক্ষ্যে একটি সমন্বিত জেন্ডার পলিসি প্রণয়ন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কর্মশালায় সভাপতিত্ব করেন বিএসএএফ ও ইউএসটি’র চেয়ারপারসন ড. হামিদুল হক মজনু।

কর্মশালায় কি প্রেজেন্টেশন উপস্থাপন করেন বিএসএএফ-এর নির্বাহী সদস্য এবং নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন, যিনি খসড়া জেন্ডার পলিসির বিভিন্ন দিক তুলে ধরেন।

উক্ত কর্মশালায় অংশগ্রহণকারীরা দলভিত্তিক আলোচনার মাধ্যমে পলিসির খসড়াটি মূল্যায়ন করেন এবং বিভিন্ন বাস্তব অভিজ্ঞতা ও মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করেন। আলোচনা পর্বটি পরিচালনা ও সমন্বয় করেন বিএসএএফ-এর সহসভাপতি ও বিএমএসএফ-এর নির্বাহী পরিচালক খাইরুজ্জামান কামাল, কোষাধ্যক্ষ ও বিইউকে-এর নির্বাহী পরিচালক কাজী শামসুল আলম চৌধুরী এবং পরিচালক রিয়াজ হোসেন।

কর্মশালায় অংশগ্রহণকারীরা শিশুদের প্রতি যেকোনো ধরনের বৈষম্য, সহিংসতা ও নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন এবং সংস্থার জেন্ডার পলিসিকে যুগোপযোগী, বাস্তবসম্মত ও অন্তর্ভুক্তিমূলক করার প্রতি জোর দেন।

কর্মশালার মাধ্যমে একটি খসড়া জেন্ডার পলিসির ওপর সমন্বিত মতামত গ্রহণ করা হয়েছে। অচিরেই সংশোধিত ও চূড়ান্ত জেন্ডার পলিসি অনুমোদনের জন্য বোর্ডে উপস্থাপন করা হবে।

এই পলিসির মাধ্যমে শিশু ও কিশোর-কিশোরীদের জন্য একটি নিরাপদ, সম্মানজনক ও বৈষম্যহীন পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে বলে অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ শিশু অধিকার ফোরাম ভবিষ্যতেও এমন উদ্যোগ গ্রহণ করবে, যাতে শিশুদের জন্য একটি নিরাপদ, মর্যাদাপূর্ণ ও ন্যায়সঙ্গত সমাজ গড়ে তোলা যায়।


আমার বার্তা/এমই