সূত্রাপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ০৭:৫৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

রাজধানীর সুত্রাপুরের থানার পুরান ঢাকার একটি মেস থেকে প্রত্যাশা মজুমদার অথৈ নামে এক নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সংগীত বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিল।‘
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে সূত্রাপুর থানাধীন সোহরাওয়ার্দী কলেজের পেছনে একটি মেসে এ ঘটনাটি ঘটে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মিটফোর্ড হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা.রাজীব।’
তার বাড়ি চট্টগ্রাম জেলার পাহাড়তলী থানার কালিবাড়ি লহীদ লেন এলাকায়। সে ওই এলাকার প্রবীর মজুমদারের মেয়ে ছিল। বর্তমানে সে সূত্রাপুর থানার লক্ষীবাজার নন্দলাল দত্ত লেনের ৩৯/১/এফ বাসায় ভাড়া থাকতো।’
সহপাঠীরা জানান, ‘মঙ্গলবার বিকেলে অথৈর মেস থেকে তার প্রেমিক ইয়াসিন মজুমদার তাকে উদ্ধার করে প্রথমে ন্যাশনাল মেডিকেল ইন্সটিটিউট এবং পরে মিডফোর্ড হাসপাতালে নিয়ে যান।ঘটনাটি সন্দেহজনক হওয়ায় ইয়াসিন মজুমদারকে জিজ্ঞাসাবাদের জন্য সূত্রাপুর থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে।’
ওই মেসের সদস্য সোনালী সাহা জানান, তিনি মেসে ছিলেন না।ফোনে খবর পেয়ে পরে হাসপাতালে এসেছেন।’
বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান ড. ঝুমুর জানান,অথৈ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত তার সঙ্গেই ছিলেন। এরপরই তিনি আত্মহত্যার খবর পান।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.তাজাম্মুল হক বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে জানা গেছে। তবে ইয়াসিন মজুমদারকে আটক করা হয়েছে এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় ওই নারী শিক্ষার্থীর প্রেমিক ইয়াসিন মজুমদার নামে একজনকে আটক করা হয়েছে ।তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি ছেলে-মেয়ে দুজনের মোবাইল জব্দ করেছে পুলিশ।এখনো কোনো মামলা হয়নি। পুলিশের একটি টিম হাসপাতালে গেছে। সুরতহাল প্রতিবেদন পেলে আমরা পরবর্তী ব্যবস্থা নেব।’
আমার বার্তা/এম রানা /জেএইচ