টেরাকোটা ক্রিয়েটিভস আয়োজিত ১৫তম রঙ্গোত্তর শিল্প প্রদর্শনী

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ১১:১৪ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

টেরাকোটা ক্রিয়েটিভস ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ১৫তম রঙ্গোত্তর শিল্প প্রদর্শনী শিরোনামে একটি প্রদর্শনীর আয়োজন করছে। প্রদর্শনীটি ঢাকার ধানমণ্ডি লেকস্থ রবীন্দ্র সরোবরে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।

সমাজের সর্বস্তরের খেটে খাওয়া মানুষের লড়াইকে উপজীব্য করে উক্ত প্রদর্শনীতে চিত্রকর্ম এবং আলোকচিত্র মাধ্যমে মোট ৯০টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। অংশগ্রহণ করছেন ৬৪ জন শিল্পী। প্রদর্শনীতে চিত্রশিল্পী এ, এফ, এম, মনিরুজ্জামান শিপু, অ‌মিতাভ সরকার, অমিয় শংকর দাস, অপূর্ব দাস শুভ্র, আসাদুজ্জামান, আশিকুল ইসলাম রাহাত, জাহিদ জামিল, মাহবুব জামাল শামিম, মালিকা ইসলাম মারিয়া, মুবতাসিম আলভী, নিলয় হো‌সেন, পাওয়া আলম ছড়া, সালেহা খাতুন, তাজলিন আক্তার, তানিম রহমান, তাসনীমা ইসলাম সোহানা এবং তপু দাস এর চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে। এর সাথে প্রদর্শিত হচ্ছে আলোকচিত্রী আব্দুল মোমিন, অবিনাশ সামুন্ধ, আবীর আব্দুল্লাহ, আবতাহী রহমান, আকাশ মজুমদার, আসিফ ফরিদ, আজিজুল, আরশাদ রন, বিজয় কৃষ্ণ পাল, দেবাশীষ মন্ডল, ফুয়াদ সরকার, হাফিজুর রহমান খান , হাসান শাইফুদ্দিন চন্দন, কাজী আরিফুজ্জামান (রোজেল), কে এম আসাদ, মামুনুর রশিদ, মোঃ এনামুল কবির, মোঃ আবু রাসেল, মো: জুমেন খান, মোঃ মঈন উদ্দিন, মো: নাজমুল হোসেন, মো: সাইফুল আমিন (কাজল), মৃত্তিকা কামাল, নাজমুল হাসান লিজা, পাবলো খালেদ, পল ডেভিড বারিকদার, রাশিক রাজ্জাক খান, রাহুল তালুকদার, রুবেল কর্মকার, সাবিনা ইয়াসমিন, সফিকুল আলম কিরন, স্নিগ্ধা জামান, সোফিয়া জামান, সৌরভ ভূইয়াঁ, সৌরভ সরকার, সৈয়দ লতিফ হোসাইন, সৌম্যক সাহা ধ্রুব, রেহেনুম তিশাদ, উজান রহমান এবং জিয়া রায়হান এর আলোকচিত্র। একই সাথে থাকছে মোরশেদ মিশু, রাগীব এখওয়ান ও সাদবিন হোসেন এর ডিজিটাল আর্ট, এবং শিল্পী হোসাইন জীবন, মাখনুন জান্নাত পুনম, তারেক শুভ, উম্মে হাবিবা এর পরিবেশনায় পারফর্মেন্স আর্ট।

টেরাকোটা ক্রিয়েটিভস এর এই উদ্যমী প্রচেষ্টার উদ্দেশ্য শিল্পকে সাধারণ মানুষের কাছে আরও সহজলভ্য করে তোলা। রঙ্গোত্তর -এর পূর্ববর্তী সংস্করণগুলোতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রদর্শনী, আর্ট ক্যাম্প এবং আর্ট ওয়ার্কশপ এর আয়োজন করা হয়েছে,যা সমাজের প্রতি স্তরের মানুষের শিল্প ও শিল্পীদের সাথে মিশে যাওয়ার একটি কেন্দ্রস্থল হিসেবে আবির্ভূত হয়েছে।


আমার বার্তা/জেএইচ