দোহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হক গ্রেপ্তার

প্রকাশ : ০৪ মে ২০২৫, ১২:০০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

ঢাকার দোহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৩ মে) রাতে রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি গুলশান বিভাগের একটি দল।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

ডিবি সূত্রে জানা গেছে, সাবেক সংসদ সদস্য এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমানের ঘনিষ্ঠ এই নুরুল হকের বিরুদ্ধে দোহার ও কেরানীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।


আমার বার্তা/জেএইচ