রাজধানীর ছত্রিশ শতাংশ মানুষের হোল্ডিং নম্বর নেই: ডিএনসিসি প্রশাসক

প্রকাশ : ১১ মে ২০২৫, ১৫:০৪ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

পৌরকর মেলার উদ্বোধনী আয়োজনে ডিএনসিসির প্রশাসক মো. এজাজ।

রাজধানীর ছত্রিশ শতাংশ মানুষের ফোল্ডিং নম্বরই নেই বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. এজাজ। এছাড়া অনেক কর্পোরেট অফিস ঠিকমত হোল্ডিং ট্যাক্স দেয় না। রাজধানীর কিছু আবাসিক এলাকার হোল্ডিং ট্যাক্স ডিএনসিসি পায় না। সবাই যদি সঠিকভাবে হোল্ডিং ট্যাক্স পরিশোধ করত তাহলে নগরবাসীকে আরও উন্নত সেবা দিতে পারতাম।

রোববার (১১ মে) রাজধানীর মহাখালীতে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয়ে ২০ দিনব্যাপী পৌরকর মেলার উদ্বোধনী আয়োজনে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ এজাজ বলেন, নাগরিক সেবা দিতে হলে জনবল প্রয়োজন। এজন্য জনবল নিয়োগ দিতে হবে। জনবল নিয়োগ দিলে তাদের বেতন দিতে হবে। কিছু কিছু জায়গায় যদি ট্যাক্স ধরতে পারতাম তাহলে কাজটা সহজ হয়ে যেত। বসুন্ধরা আবাসিক এলাকার সঙ্গে কথা হয়েছে। তারা হোল্ডিং ট্যাক্স দিতে রাজি হয়েছে। অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের হোল্ডিং ট্যাক্স বাকি। অনেক কর্পোরেট অফিস তারা মামলা করে হোল্ডিং ট্যাক্স বকেয়া ফেলেছে। এই কর মেলায় তারা যদি ট্যাক্স দেন তাহলে তারা রিবেট পাবেন। এখন ট্যাক্স না দিলে ভবিষ্যতে তাদেরকে আর রিবেট সুবিধা দেওয়া হবে না। হোল্ডিং ট্যাক্স না দেয়ার মামলার শাস্তি অনেক কঠোর।
 
এ সময় বিএনসিসির পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আমার বার্তা/এমই