ইশরাককে মেয়র পদে শপথ করানোর দাবিতে নগরভবনের সামনে বিক্ষোভ
প্রকাশ : ১৪ মে ২০২৫, ১০:৫৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

নির্বাচনি ট্রাইব্যুনালে জয় পাওয়া এবং নির্বাচন কমিশনে গেজেট প্রকাশের পরেও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না— এমন অভিযোগ তুলে এর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তার কর্মী-সমর্থকরা।
বুধবার (১৪ মে) সকাল ৯টা থেকে নগর ভবনের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা। যা এখনও চলমান আছে।
বিক্ষোভকারীরা বলছেন, আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরেও এখনো কেন ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ করানো হয়নি আমরা তার জবাব চাই। আমরা চাই একটি পরিষ্কার পরিচ্ছন্ন মশা মুক্ত সিটি করপোরেশন। যা বিগত মেয়র এবং বর্তমান প্রশাসক দিতে ব্যর্থ।
বিক্ষোভকারীরা আরো বলেন, সিটি করপোরেশনকে দুর্নীতি মুক্ত করতে ও একটি কোলাহল মুক্ত পরিচ্ছন্ন নগর হিসেবে গড়ে তুলতে অনতিবিলম্বে ইশরাককে মেয়র পদে শপথ করাতে হবে। ইশরাককে মেয়র পদে শপথ করানোর আগ পর্যন্ত আমরা নগরভবন ছেড়ে যাব না।
ঢাকা দক্ষিণ সিটির ৪২নং ওয়ার্ডের বাসিন্দা দেলোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, বিগত নির্বাচনে ইশরাক বিপুল ভোটে জয়ী হলেও সরকার অবৈধ ভাবে ক্ষমতার অপব্যবহার করে তাপসকে মেয়র ঘোষণা দিয়েছে। যা আইনি প্রক্রিয়ায় প্রমাণ মিলেছে। যার ফলশ্রুতিতে আদালত ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা দিয়েছেন। আদালতের রায়ের পরেও সরকারের এমন গড়িমসি যথেষ্ট সন্দেহজনক।
এই বাসিন্দা আরও বলেন, আমরা নগরবাসী একটু শান্তিতে থাকতে চাই। যার জন্য দরকার জনতার মেয়র ইশরাক হোসেনকে। আমরা তো ভুল কিছু দাবি করছি না। আমরা একজন বৈধ মেয়রের শপথ করানোর দাবি করছি। আমরা চাই আজকের মধ্যেই ইশরাককে মেয়র পদে শপথ করানোর ঘোষণা দিবেন। অন্যথায় আমরা নগরভবন ছাড়বো না। আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেবো।
আমার বার্তা/জেএইচ