শিশু রোজার মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি ড্যাবের
প্রকাশ : ১৫ মে ২০২৫, ১৫:০৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:

সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ে রোজা মনি নামে ৫ বছর বয়সী একটি শিশু নিখোঁজ হওয়ার পর তার মৃত্যুর ঘটনায় উদ্বেগ জানানোর পাশাপাশি, এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবি জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
বৃহস্পতিবার (১৫ মে) সকালে জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ড্যাবের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর উত্তর ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম বলেন, গত সোমবার (১২ মে) সকালে রাজধানীর ভাড়া বাসা থেকে নিখোঁজ হয় ৫ বছরের শিশু রোজা মনি। তার স্বজন ও প্রতিবেশীরা এলাকার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি এবং এলাকায় মাইকিংও করেন। কিন্তু তার সন্ধান মেলেনি। তবে, পরের দিন বেলা ১১টার দিকে রাজধানীর বিজয় সরণি ফ্লাইওভারের নিচে ময়লারস্তূপে বস্তা পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। এরপর বস্তার ভেতরে মেলে রোজা মনির নিথর দেহ।
তিনি আরও বলেন, সেদিন বিকেলে মর্গ থেকে সিএনজিতে লাশ নিয়ে তেজকুনিপাড়ায় ফেরেন শিশুর স্বজনরা। এটি অত্যন্ত দুঃখজনক এবং অমানবিক ঘটনা।
দেশে মানবতার কোনো জায়গা নেই বলে উল্লেখ করে মাহবুব বলেন, আমরা মানবিক রাষ্ট্র চাই। মৃত্যু হলেও সরকারের দায় আছে। সরকার যাতে মৃত ব্যক্তির সৎকারের ব্যবস্থা করে। এরকম অমানবিক ঘটনা আমরা আর দেখতে ও শুনতে এবং জানতে চাইনা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা স্বাস্থ্যখাতের বিষয়ে উল্লেখ করে তিনি বলেন, আমরা যদি সেই আলোকে একটি স্বাস্থ্যনীতি প্রণয়ন করতে পারি ও স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজাতে পারি। তাহলে এ ধরনের অরাজকতা ও অমানবিকতা অবশ্যই থাকবে না।
এই চিকিৎসক বলেন, আমরা একটি মানবিক স্বাস্থ্যনীতি ও স্বাস্থ্য ব্যবস্থা চাই। যেখানে আমরা চিকিৎসার অধিকার ও নিশ্চয়তা পাবো।
ঢাকা দক্ষিণ ড্যাবের সভাপতি ডা. মো. মুজিবুর রহমান বলেন, পাঁচ বছরের শিশু রোজা মনির মৃতদেহ তেজগাঁওয়ে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হলো, এটি যেন যেমন খুশি তেমন সাজোর দেশ। কারো কোনো জবাবদিহিতা নেই। শিশুটির মরদেহ ময়নাতদন্তের পর মর্গ থেকে সিএনজিতে কাপড় মুড়ি দিয়ে বাড়ি নিয়ে গেছেন স্বজনরা।
তিনি আরও বলেন, ঢাকা শহরের মতো জনবহুল এলাকায় সরকারি হাসপাতাল থেকে একটা শিশুর মরদেহ বাসায় পৌঁছে দিতে পারবে না, সেটি হতে পারে না। তাহলে দেশের এতো উন্নয়ন আর সংস্কার কমিশন করে জনগণের লাভ কী? সাধারণ নাগরিকদের কাছে সংস্কার হলো তার জীবনের মান উন্নয়ন। তা না করতে পারলে কোনো সংস্কার কাজে আসবে না।
মুজিবুর রহমান বলেন, বিগত ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার দেশের অন্যান্য খাতসহ স্বাস্থ্যখাতকে ধ্বংসের দ্বারপ্রান্তে রেখে গণঅভ্যুত্থানে শেখ হাসিনাসহ সব রাঘববোয়ালরা পালিয়ে গেছে। সেখান থেকে এই ভঙ্গুর স্বাস্থ্য খাতকে নাগরিকদের চাহিদা অনুযায়ী গড়ে তুলতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঘোষিত ৩১ দফার আলোকে সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে। যা ৩১ দফার ২৫ ও ২৬ দফায় উল্লেখ করা হয়েছে।
মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়া মৃত্যুতে বিচারের দাবিতে গোটা দেশের মানুষ আন্দোলন করেছিল উল্লেখ করে মুজিবুর রহমান বলেন, আমরা মনে করি শিশু রোজার ক্ষেত্রেও সবাইকে সমস্বরে বিচারের দাবি জানানো উচিত। শুধু গরিব বলে কেউ মারা গেলে তার প্রতিকার পাবে না সেটি হতে পারে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর ও দক্ষিণ ড্যাবের ডা. নিয়াজ শহীদ রানা, ডা. আমিরুল ইসলাম পাভেল, ডা. মো. সাইদুর রহমান, ডা. ফারহান তানভীর, ডা. কায়সার ইয়ামিন ইশাত, ডা. গালিব হাসান, ডা. এএসএম রাকিবুল ইসলাম আকাশ প্রমুখ।
আমার বার্তা/এমই