অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে টাকাসহ অটোরিকশা খোয়ালেন চালক

প্রকাশ : ১৭ মে ২০২৫, ১৬:২২ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

জাতীয় শহীদ মিনারের সামনে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন মো. জাকির হোসেন (২৯) নামের এক অটোরিকশা চালক। এসময় তার কাছে থাকা রিকশা ও টাকা নিয়ে পালিয়েছে প্রতারক চক্রটি।

শুক্রবার (১৬ মে) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে সেখানে ভর্তি করা হয়।

তাকে নিয়ে আসা এক রিকশাচালক বলেন, রাতে ওই এলাকায় ভাড়া নিয়ে আসার সময় অজ্ঞাতপরিচয়ের কয়েকজন ব্যক্তি কৌশলে কিছু খাইয়ে তার কাছে থাকা টাকা ও অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পরে অচেতন অবস্থায় পড়ে থাকলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। জাকিরের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ এলাকায়। তিনি মিরপুর- ১ নম্বর এলাকায় থাকেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মধ্যরাতে শহীদ মিনার থেকে এক রিকশাচালককে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে অচেতন অবস্থায় আনা হয়। তার কাছে থাকা টাকা ও অটোরিকশা নিয়ে পালিয়েছে প্রতারক চক্র।

তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

 

আমার বার্তা/এল/এমই