রাজধানীর পল্লবীতে মাদক প্রতিরোধে এলাকাবাসীর মিছিল ও মানববন্ধন
প্রকাশ : ২৬ মে ২০২৫, ১০:২৬ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পল্লবীতে মাদক প্রতিরোধের বিরুদ্ধে মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। এ সময় মাদক কারবারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে তারা মানববন্ধন ও বিক্ষোভ করেন।
রবিবার (২৫ মে) বিকাল ৩ টায় রাজধানীর পল্লবীর মিরপুর ১১ মিল্লাত ক্যাম্পের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে এলাকাবাসীরা অভিযোগ করেন, মিল্লাত ক্যাম্পের চিহ্নিত মাদক কারবারী আনোয়ারী, তার ছেলে মোহাম্মদ শাহিদের নামে একাধিক মাদক মামলা রয়েছে পল্লবী থানায়। রাজিয়া ও তার ছেলে ফয়সাল হেরোইনের ব্যবসা করে, মোহাম্মদপুরে অনেকগুলো বাড়ি কিনেছে বলে অভিযোগে জানা গেছে। আনোয়ারীর ছোট ছেলে মোহাম্মদ ওয়াহিদ যুবলীগের নেতা আড্ডার ঘনিষ্ঠ সহচর ছিল। এখনো আওয়ামী লীগের বিভিন্ন নেতাদেরকে টাকা পাঠায়। সাকিলা, জুম্মন, সায়মা, সাম্মিসহ একাধিক মাদক ব্যবসায়ী মিলাদ ক্যাম্পে মাদক ব্যবসা করে আসছে। তাদের নামে একাধিক মাদক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসা করে এলাকার তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান স্থানীয়রা।
এলাকাবাসীর সঙ্গে একাত্মতা প্রকাশ করে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল কাইয়ুম বলেন, আপনারা এলাকাবাসী আমাদের সহযোগিতা করেন, আমি কথা দিচ্ছি পল্লবীতে কোনো মাদক কারবারী থাকবে না। তিনি মানববন্ধনে উপস্থিত এলাকাবাসীকে বলেন আপনারা প্রত্যেক গলিতে একজন করে পাহারাদার রাখবেন এবং মাদক কারবারীকে দেখামাত্র আমাদেরকে ফোন করে জানাবেন। আর আপনাদের কাছে অনুরোধ, আপনারা মাদক কারবারীর পক্ষে পুলিশকে সুপারিশ করবেন না।
উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন ৫ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন- ৫ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আবু সাঈদ সরদার, ৯১ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নাঈম, পল্লবী থানা যুবদল নেতা রফিকুল ইসলাম, ৫ নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব রিয়াজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সিজার, ৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সৈয়দ হোসেন মিঠু, আজারুল ইসলাম নান্টু, মনির হোসেন বাবু, সেলিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তারা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হলেও, জামিনে ছাড়া পেয়ে আবারো মাদক কারবারে যুক্ত হয়। এদের দৌরাত্ম্যে এলাকার উঠতি বয়সী ছেলে মেয়েরা মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। আর এতে এলাকায় চুরি ছিনতাই, খুন ও ধর্ষণ বেড়ে যাওয়াসহ সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। তাই আমরা এলাকাবাসী এদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আজকে রাস্তায় নেমেছি। তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান এলাকাবাসী।
আমার বার্তা/জেএইচ