ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ১১:২৭ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

রাজধানীর মেরুল বাড্ডার একটি বাসা থেকে আসাদুজ্জামান দুর্ব (২৫) নামে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩০ জুন) দিবাগত রাতে বাড্ডা থানা পুলিশ মরদেহটি ময়নাতদন্তের মর্গে পাঠিয়েছে।
মারা যাওয়া আসাদুজ্জামান দুর্ব ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ফাইনাল ইয়ারের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি বরিশালের কাউনিয়া উপজেলায়। তার বাবার নাম শামসুজ্জামান বাবুল।
দুর্বর চাচা সাদিকুর রহমান জানান, মেরুল বাড্ডা কাঁচাবাজার গলির একটি বাড়ির তৃতীয় তলায় ব্যাচেলর বাসায় থাকতেন দুর্ব। সোমবার বিকেলে তার পাশের রুমের ভাড়াটিয়ার মাধ্যমে খবর পেয়ে ওই বাসায় গিয়ে দেখেন, রুম ভেতর থেকে বন্ধ। তখন থানায় খবর দেন তিনি। পরবর্তীকালে পুলিশ ও বাড়িওয়ালার মাধ্যমে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে দুর্ব। এরপর পুলিশ সেখান থেকে তার মরদেহ নিচে নামায়। তবে কি কারণে সে গলায় ফাঁস দিয়েছে সেই বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, ওই শিক্ষার্থীর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
আমার বার্তা/এল/এমই