বাথরুমের ঝর্ণায় ঝুলছিল ১০ বছরের গৃহকর্মীর মরদেহ, তদন্তে পুলিশ
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ১৩:২১ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

রাজধানীর রমনায় ‘দ্য ওয়েসিস অ্যাট ইস্পাহানী কলোনী’র একটি বাসা থেকে সুফিয়া (১০) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ফ্ল্যাটের একটি বাথরুমে ঝর্ণার সঙ্গে ওড়নায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিল মরদেহটি।
সোমবার (১৪ জুলাই) ভোর সাড়ে চারটার দিকে মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় রমনা থানা পুলিশ।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদুল ইসলাম জানান, সুফিয়ার বাড়ি সুনামগঞ্জের তাহেরপুর উপজেলায়। তার বাবার নাম জামাল উদ্দিন। আজ ভোরে খবর পেয়ে রমনা আদ-দ্বীন হাসপাতাল সংলগ্ন ওই কলোনির একটি বাসার নবম তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ওসি জানান, বাসাটিতে পরিবার নিয়ে থাকেন এক চিকিৎসক। সেই বাসায় গত ৮ মাস ধরে কাজ করছিলেন সুফিয়া। গতকাল রোববার বাসার গৃহকর্তা ও গৃহকর্ত্রী কক্সবাজার বেড়াতে গেছেন। এ সময় বাসায় ছিলেন সুফিয়াসহ মোট তিনজন গৃহকর্মী, একজন গাড়ি চালক ও গৃহকর্তার এক মেয়ে। ভোরে তারাই মূলত বাথরুমের দরজা বন্ধ পান। ডাকাডাকি করে কোনো সাড়া-শব্দ না পেয়ে একপর্যায়ে থানায় খবর দেন তারা।
প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। তবে, বিস্তারিত তদন্ত করা হচ্ছে। এছাড়া ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান এসআই মো. জাহিদুল ইসলাম।
আমার বার্তা/জেএইচ