কমলাপুর স্টেশনে আতঙ্ক সৃষ্টি করা যুবক গ্রেপ্তার

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ১৫:১৬ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রকাশ্যে চাপাতি প্রদর্শন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া যুবক শাহ আলী শিকদারকে (৩৫) গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। 

সোমবার (২০ অক্টোবর) ঢাকা রেলওয়ের পুলিশ সুপার আনোয়ার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৯ অক্টোবর গভীর রাতে গাজীপুর জেলার শ্রীপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এর আগে ১৫ অক্টোবর রাতে কমলাপুর রেলওয়ে স্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মে চাপাতি হাতে আতঙ্ক সৃষ্টি করেন ওই যুবক। ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

গ্রেফতার শাহ আলী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তিনি নিজ এলাকায় ও জনাকীর্ণ স্থানে বিভিন্ন সময় ভীতি ও ত্রাস সৃষ্টি করে আসছিলেন। জিজ্ঞাসাবাদে তিনি একাধিকবার কারাভোগের কথাও স্বীকার করেছেন।

ঘটনার পর রেলওয়ে পুলিশের দুটি বিশেষ টিম রাজধানীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায়। শেষ পর্যন্ত গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে তাকে শনাক্ত করে গ্রেফতার করা হয়।

রেলওয়ে পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, আটক শাহ আলী শিকদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আমার বার্তা/এল/এমই