রাজধানীর সায়দাবাদে নির্মাণাধীন ভবন থেকে বস্তাবন্দি যুবকের লাশ উদ্ধার

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১৪:৩৫ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

রাজধানীর সায়দাবাদে নির্মাণাধীন ভবনের নিচ থেকে বস্তাবন্দি অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ২৫ বছর।

বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে সায়দাবাদ ভিসার গলির ফারুক আহমেদের নির্মাণাধীন বাড়ির নিচ থেকে মরদেহটি উদ্ধার করে যাত্রাবাড়ী থানা পুলিশ। ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
 
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল সরদার সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, খবর পেয়ে রাতে ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি লাশ পাওয়া যায়। তার পরনে ছিল হালকা গোলাপি রঙের হাফ হাতা গেঞ্জি ও কালো টিশার্ট।
 
তিনি আরও উল্লেখ করেন, নিহতের গলায় টিশার্টের ছেড়া টুকরো দ্বারা আর দুই পা রশি দ্বারা বাধা। সমস্ত শরীর কিছুটা পচে ফুলে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার দুই পা বেধে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়া তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আমার বার্তা/এল/এমই