রাজধানীর বাড্ডায় যুবককে গুলি করে হত্যা
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১৩:১৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

রাজধানীর মধ্য বাড্ডার একটি বাসায় গুলি করে মামুন শিকদার (৩৯) নামে এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। মাদক ব্যবসায়ীদের দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
রাজধানীর বাড্ডায় বাসার ভেতরে যুবককে গুলি করে হত্যা
মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত ৪টার দিকে মধ্য বাড্ডার কমিশনার গলির খ-১৯৮ নম্বর দুই তলা টিনশেড বাড়ির নিচতলা থেকে মামুনের লাশ উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসানুর রহমান জানান, বাসাটির মেঝে থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। তার থুতনির নিচে একটি ছিদ্র রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে তার। ঘটনাস্থলের আশপাশের মানুষজনের কাছে জানা গেছে, যেই বাসা থেকে লাশটি উদ্ধার হয়েছে সেটি নিহতের বাসা নয়। মাদক কারবারীদের কোনো দ্বন্দ্বের কারণে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। তবে তা বিস্তারিত তদন্তের পরেই বলা যাবে।
তিনি জানান, নিহতের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় জানা গেছে। তার বাবার নাম আব্দুল মালেক শিকদার। বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলার আগলী গ্রামে। তবে এখনও তার পরিবারকে খুঁজে পাওয়া যায়নি। ঘটনাটিতে একটি মামলা প্রক্রিয়াধীন।
আমার বার্তা/এল/এমই
