ঢাকায় আন্তর্জাতিক কেরাত সম্মেলন

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ১৫:৫৫ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

আগামী শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৪টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থা ইক্বরার উদ্যোগে, পিএইচপি ফ্যামিলির পৃষ্ঠপোষকতায় ও ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘২৪তম আন্তর্জাতিক কিরাত সম্মেলন বাংলাদেশ ২০২৫’।

বিশ্বখ্যাত পাঁচজন কারি এ সম্মেলনে অংশ নেবেন বলে জানা গেছে। তারা হলেন, মিশরের কারি শাইখ আহমদ আল জাওহারি, তুরস্কের শাইখ আব্দুল ওয়ালী আরাকানি, পাকিস্তানের কারি আনোয়ারুল হাসান শাহ বুখারি, ইরানের কারি মাহদী গুলামনেজাদ, ফিলিপাইনের কারি মুহাম্মদ নাযীর আসগর।

সম্মেলনের প্রধান অতিথি থাকবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন পি.এইচ.পি ফ্যামিলির চেয়ারম্যান জনাব সুফি মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক জনাব আ. হালিম খান, ঢাকা জেলা প্রশাসক জনাব তানজিল আহমেদ, এবং বাংলাদেশ পুলিশ ও ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব এজাজ আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রের মান্যবর রাষ্ট্রদূত ও কূটনীতিকবৃন্দ উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন ইক্বরার সভাপতি আহমাদ বিন ইউসুফ আল-আযহারী।

১৯৯১ সালে বাংলাদেশের বেতার ও টেলিভিশনের সাবেক প্রধান কারি মাওলানা মুহাম্মদ ইউসুফ (রহ.) কর্তৃক প্রতিষ্ঠিত ‘ইক্বরা’ গত ৩৪ বছর ধরে ধারাবাহিকভাবে আন্তর্জাতিক কিরাত সম্মেলনের আয়োজন করে আসছে।

আমার বার্তা/এল/এমই