রাজধানীতে নার্স মহাসমাবেশে সড়কজট চরমে, যাত্রীরা চরম ভোগান্তিতে

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১৩:৪৭ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা থেকে রাজধানীর কেন্দ্রীয় অঞ্চলে নার্সদের সমাবেশে সড়ক চলাচল কঠিন হয়ে পড়েছে। জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এই সমাবেশের কারণে পল্টন মোড় থেকে কদম ফোয়ারা পর্যন্ত তোপখানা সড়ক সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।

সড়ক বন্ধ হওয়ার ফলে চলাচলরত যানবাহনগুলোকে বিকল্প পথে, বিজয়নগর-কাকরাইল রুটে সরানো হয়েছে। কিন্তু এই বিকল্প রাস্তায় অতিরিক্ত যানবাহনের চাপের কারণে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। এর ফলে সকাল থেকে দুপুর পর্যন্ত যাত্রীদের চলাচলে ব্যাপক ব্যাঘাত দেখা দিয়েছে।

কল্যাণপুরগামী একাধিক যাত্রী বলেন, “কোনো পূর্বঘোষণা ছাড়া হঠাৎ সড়ক বন্ধ করা যায় না। এতে আমাদের কর্মঘন্টা নষ্ট হচ্ছে এবং প্রচণ্ড ভোগান্তি পোহাতে হচ্ছে। এমন অনিয়মের সংস্কৃতি অবশ্যই বদলানো উচিত।”

নার্সদের সমাবেশে অংশগ্রহণকারী কয়েক হাজার মানুষ সরকারকে অনুরোধ করেছেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করার চেষ্টা বন্ধ করতে এবং জাতীয় নার্সিং কমিশন গঠন করতে। সমাবেশে বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

শাহবাগ থানার পরিদর্শক (পেট্রোল) বুলবুল আহমেদ জানান, “নার্সদের সমাবেশের কারণে পল্টন মোড় থেকে যানবাহনগুলো কাকরাইল রুটে ডাইভার্ট করা হয়েছে। আশা করা হচ্ছে বেলা ১টার মধ্যেই সড়ক পুনরায় চালু করা হবে।”

রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে হঠাৎ বন্ধের কারণে যাত্রীদের অসুবিধা, যানজট এবং সময় নষ্ট হওয়া এই ঘটনার প্রধান চিত্র।