ভূমিকম্পে ছোট বড় ৩০০ ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত: রাজউক চেয়ারম্যান
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ১৬:৫৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

শুক্রবারের (২১ নভেম্বর) ভূমিকম্পের পর ছোট বড় ৩০০ ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম।
আজ সোমবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে রাজউকের আয়োজনে ভূমিকম্প ঝুঁকি হ্রাসে প্রস্তুতি ও করণীয় শীর্ষক সেমিনারে এ কথা জানান তিনি।
তিনি বলেন, ‘শুক্রবারের ভূমিকম্পে ৩০০টির মতো ছোট বড় ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে পেরেছি। নিয়ম বহির্ভূত এবং নক্সা বহির্ভূত ভবন নির্মাণে রাজউক ও ভবনমালিক উভয়েরই দায় আছে। তবে, মূল দায়ী ভবনমালিক।’
এদিকে সেমিনারে ভূমিকম্প ঝুঁকি মোকাবেলায় আর বিচ্ছিন্ন পরিকল্পনা নয়। বরং ৬ মাস থেকে ১ বছরের সমন্বিত পরিকল্পনা করে বাস্তবায়নের দিকে এগোনোর ব্যাপারে মত দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
আর গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান জানিয়েছেন, পরিকল্পিত নগর বাস্তবায়নে রাজউকের ক্ষমতা বাড়াতে দ্রুতই পদক্ষেপ নেবে সরকার।
উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, ‘ভূমিকম্প ঝুঁকি নিরূপণে সরকারি দপ্তরগুলোর পাশাপাশি এলাকাভিত্তিক বিভিন্ন ফার্মকে সার্ভের দায়িত্ব দিতে হবে।’
তিনি বলেন, ‘ভূমিকম্প ঝুঁকি এড়াতে, ৬ মাস থেকে ১ বছরের সমন্বিত পরিকল্পনা করে বাস্তবায়নে আগাতে হবে। প্রকৃতি বারবার ছাড় দেবে না। ভূমিকম্পের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানতে কয়েকজন উপদেষ্টা ও বিশেষজ্ঞকে ডেকেছেন প্রধান উপদেষ্টা।
উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘রাজউকের ক্ষমতা বাড়াতে দ্রুতই পদক্ষেপ নেয়া হবে।’ অনুষ্ঠানে স্থাপত্য ও নগর পরিকল্পনা বিশেষজ্ঞরা অংশ নেন। অনিরাপদ নগর তৈরিতে রাজউক-কে দোষারোপ করেন তারা।
আমার বার্তা/এমই
