পুরোপুরি নিভে গেছে কড়াইল বস্তির আগুন
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ১১:২৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

রাজধানীর কড়াইল বস্তিতে লাগা আগুন পুরোপুরি নিভেছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে আগুন পুরোপুরি নেভানো হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, মঙ্গলবার (২৫ নভেম্বর) কড়াইল বস্তিতে লাগা আগুন সকাল সাড়ে ৯টায় নির্বাপণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে খবর পেয়ে মোট ১৯টি ইউনিট কাজ করে রাত সাড়ে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শাহজাহান শিকদার জানান, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে বলা যাবে।
আমার বার্তা/এল/এমই
