যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ওয়ার্কশপ কর্মী গুরুতর আহত

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ১১:৪৬ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

রাজধানীর যাত্রাবাড়ীর বধুয়া কমিউনিটি সেন্টারের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে জাকির হোসেন (৪৬) নামে এক ওয়ার্কশপ কর্মী গুরুতর আহত হয়েছেন। এ সময় ছিনতাইকারীরা তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোর পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় সকাল ছয়টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।

আহত জাকির হোসেন ফরিদপুর সদরের ফতেহপুর গ্রামের মৃত আক্কাস মোল্লার ছেলে। 

তাকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. মোক্তার জানান, আহত জাকির একটি ওয়ার্কশপে কর্মচারীর কাজ করতেন। আজ সকালের দিকে ওয়ার্কশপের মালামাল কেনার জন্য যাত্রাবাড়ী বধুয়া কমিউনিটি সেন্টারের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় ওৎ পেতে থাকা ছিনতাইকারীরা ডান পায়ের রানে ও পিঠে ধারালে ছুরি দিয়ে আঘাত করে তার কাছে থাকা নগদ বিশ হাজার টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে আজ ভোরের দিকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ব্যক্তিকে জরুরি বিভাগে রেখে চিকিৎসা চলছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

আমার বার্তা/এল/এমই