বরিশালে অবস্থান করলেও যাত্রাবাড়ী থানায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ১৫:২৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

বাংলাদেশ সমাচারের স্টাফ রিপোর্টার সাইফুল ইসলামের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় গায়েবি মামলা অথচ তিনি রয়েছেন বরিশালে জানেন না এ বিষয়ে কিছুই তাই খোব প্রকাশ করলেন তিনি।
আমি বর্তমানে আমার গ্রামের বাড়ি বরিশাল বাকেরগঞ্জ অবস্থান করছি। হঠাৎ করে বাকেরগঞ্জ থানায় একটি উড়ো চিঠি আসে অর্থাৎ অনুসন্ধান স্লিপ আসে ঢাকা যাত্রাবাড়ি থানা থেকে। সেখানে আমার গ্রামের পূর্ন ঠিকানা সহকারে লেখা, অথচ মামলার কপি উঠিয়ে দেখা গেল সেখানে আমার কোনো নাম নেই। অজ্ঞাত আসামি হলে আইনগত ভাবে একজন অজ্ঞাত আসামিকে অনুসন্ধান স্লিপ পাঠানোর কোনো সুযোগ আছে কি? তাহলে যেই মামলায় আমার নাম নাই সেই মামলায় আমার বিরুদ্ধে এক নাম্বার বিবাদী উল্লেখ করে কিভাবে অনুসন্ধান স্লিপ পাঠানো হলো। প্রেরণকারী অফিসার ইন্সপেক্টর অপারেশন খালেদ হাসান, যাত্রাবাড়ি থানা ঢাকা, এখন প্রশ্ন হলো মামলা দায়ের হয়েছে ১২/৫/২০২৫ সালে অনুসন্ধান স্লিপ প্রেরণ করেছে ২৫/১১/২৫ তারিখ আমার বাড়িতে আসে ২০/১২/২৫ তারিখ।
যেই মামলায় আমার নাম নাই সেই মামলায় আমার নাম ঠিকানা যাচাইয়ের জন্য অনুসন্ধান স্লিপ আসে গ্রামের বাড়িতে এখানে আমাকে সামাজিক ও মানসিক ভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে। এর আগে অনেকেই হয়তো জেনে থাকতে পারেন রাজধানীর কাফরুল থানায় ফেব্রুয়ারি মাসের ২ তারিখের ঘটনা দেখিয়ে ৪/২/২৫ তারিখ একটা আলোচিত গনধর্ষণ মামলা হয়েছিল সেখানেও আমাকে আসামি করা হয়েছিল উক্ত মামলা চুড়ান্ত রিপোর্ট মিথ্যা প্রমাণিত হয় এবং সেই মামলা থেকে আমাকে অব্যাহতি দেয়। বাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার আবেদন করেছে তদন্ত কর্মকর্তা।
তাহলে প্রশ্ন থেকে যায় কে বা কারা এই কাজ গুলো করে। আমার ঘনিষ্ঠ বান্ধবী আফরোজা আক্তার ছদ্মনাম আঁখি যে আমাকে এক সময় হানি ট্র্যাপ ফালায় কিছু দুষ্ট চক্রের লোকের মাধ্যমে এছাড়া টাকা পয়সা আত্মসাৎ করে আমার সাথে একটা ভূয়া কাবিন নামা দিয়ে সংসার করে।আমি তাকে বৈধতার কথা বলতে গেলে আমাকে আটকিয়ে এগুলো করে এরপর যোগাযোগ বন্ধ রাখে। আমার থেকে টাকা পয়সা নিয়ে ব্লাক মেইল করার কারণে আমি প্রতারণার মামলা দায়ের করি এছাড়া যে চক্র আমাকে আটকিয়ে মারধর করে এবং ভূয়া কাবিন নামায় জোড় পূর্বক স্বাক্ষর নেয় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করি। এরপর থেকেই এই চক্র আমার বিরুদ্ধে নামে বেনামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে যাচ্ছে।
এই চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আপনাদের মাধ্যমে প্রশাসনের একান্ত দৃষ্টি কামনা করছি এবং ভবিষ্যতে যাতে আর কোনো চক্র আমার বিরুদ্ধে কোথাও মিথ্যা মামলা দায়ের করতে না পারে এমনকি ডিএমপিতে কর্মরত প্রশাসনের কোনো অসাধু কর্মকর্তা অন্যায় ভাবে কোনো মিথ্যা মামলায় আমার নাম অন্তর্ভুক্ত করতে না পারে আমার সহকর্মী সাংবাদিক ভাইদের কাছে সহযোগিতা কামনা করছি।
এ বিষয়ে জানতে চাইলে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন আমি এ বিষয়ে কিছুই জানিনা, আপনি এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তার সাথে কথা বলে জেনে নিন।
আমার বার্তা/এমই
