বুড়িগঙ্গায় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বাল্কহেডের দুই শ্রমিক নিখোঁজ

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৪ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

নারায়ণগঞ্জের ফতুল্লায় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বালুবাহী একটি বাল্কহেডের দুই জন শ্রমিক নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন।
বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় বাল্কহেডের দুই শ্রমিক নিখোঁজ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার ফতুল্লা থানাধীন ধর্মগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীতে এ ঘটনা ঘটে।
 
নিখোঁজরা হলেন-বাল্কহেডের দুই লস্কর মোহা. জহুরুল ইসলাম শাকিল (২৫) ও হাসান (২০)। শাকিলের বাড়ি পটুয়াখালী জেলায় এবং হাসানের বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুরে। 
 
নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করেছে নৌ পুলিশ ও কোস্টগার্ড। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লার বক্তাবলী নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক রকিবুজ্জামান।
 
তিনি জানান, ভোরে বালুবাহী একটি বাল্কহেড মুন্সিগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন-১৬ নামে একটি যাত্রীবাহী লঞ্চ ধর্মগঞ্জ এলাকায় ওই বাল্কহেডটিকে ধাক্কা দেয়।
 
সে সময় বাল্কহেড থেকে দুইজন শ্রমিক নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন জানিয়ে তিনি আরও বলেন, খবর পেয়ে পাগলা নৌপুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করে।

আমার বার্তা/এল/এমই