আজও হাদি হত্যার বিচার দাবিতে উত্তাল শাহবাগ
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪:২০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে লাগাতার কর্মসূচিতে আজও উত্তাল রাজধানীর শাহবাগ চত্বর।
রোববার (২৮ ডিসেম্বর) তীব্র শীত ও কুয়াশা উপেক্ষা করে সকাল থেকেই জড়ো হতে শুরু করেন ছাত্র-জনতা। হত্যাকারীদের বিচারে দৃশ্যমান অগ্রগতি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
এদিকে, রোববার দুপুর ২টা থেকে সারা দেশের বিভাগীয় শহরগুলোতে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।
সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের শনিবার রাতে শাহবাগের অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন। তিনি জানান, রোববার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আটটি বিভাগীয় শহরে একযোগে এ অবরোধ চলবে।
পরে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, ডিএমপি কমিশনারের সংবাদ সম্মেলন পর্যালোচনার পর রোববার দুপুর ২টা থেকে ঢাকাসহ ৮ বিভাগে অবরোধ কর্মসূচি চলবে।
আমার বার্তা/এল/এমই
