গজারিয়ায় খুনি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৫ | অনলাইন সংস্করণ
মুকবুল হোসেন:
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা হোসেন্দী ইউনিয়ন, ইসমানিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে চিহ্নিত খনি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে এলাকাবাসীর উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৪টায় এলাকাবার ১০ থেকে ১৫ জন ভুক্তভোগী অত্যাচারিত খুনি চক্রের নির্যাতিত সদস্য ও তাদের পরিবারের উপস্থিতিতে এলাকাবাসী এই সাংবাদিক সম্মেলন করেছেন।
খুনি ও সন্ত্রাসী চক্রের সংগ্রাম, আতাউর, নিঝুম সাইফুল, অপুসহ ৮ থেকে ১০ জন সন্ত্রাসী চক্রের দল এলাকায় একের পরের হত্যাকাণ্ড এবং প্রবাসী মা-বোনদের অত্যাচার, অবিচার কর্মকাণ্ড , বাড়িঘর ভাঙচুর নগদ অর্থ স্বর্ণালংকার লুট করে তাদের রাজত্ব কায়েম করেছে। ইসমানিরচর গোয়ালগাঁও নাজিরচর ৩ থেকে ৪টি গ্রামের সাধারণ মানুষ অসহায় নিরাপত্তাহীনতায় ভুগছে। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর দাবি চিহ্নিত সন্ত্রাসী খনি চক্রের সদস্যরা এলাকায় স্থায়ীভাবে বসবাস করতে না পারলে ৩ গ্রামের মানুষ শান্তিতে ও সুশৃঙ্খলভাবে বসবাস করা সম্ভব।
ভুক্তভোগী সকল পরিবার ও সদস্যদের দাবি গণমাধ্যম কর্মীদের মাধ্যমে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীদের সহায়তায় খুনি ও সন্ত্রাসী চক্রের প্রত্যেককে দ্রুত আইনের আওতায় এনে ৩ গ্রামের নারী পুরুষ মানুষের শান্তি নিশ্চিত করা।
বক্তব্য রাখেন ইউপি সদস্য জেসমিন আক্তার, ইউপি সদস্য আলী হোসেন, ভুক্তভোগী ও অত্যাচারিত পরিবারের সদস্যদের মধ্যে ফাহিম, সাইফুল, সোহেল রানা, রাখি হাসান বাবু , ভুনু মিয়া প্রমুখ।