শিশুকে ধর্ষণের পর হত্যার মামলায় যুবকের মৃত্যুদণ্ড

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ১৪:৫৩ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তাহিদা ইসলাম ইলমা নামে এক শিশুকে তেঁতুলের লোভ দেখিয়ে ধর্ষণ শেষে হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২ এপ্রিল) বেল ১২টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতের বিচারক মো. আবদুল্লাহ আল মামুন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ আলী বাপ্পি কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার গজারিয়া গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা আদালতের পুলিশ পরিদর্শক মুজিবুর রহমান।

মামলার বিবরণের সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৫ মার্চ দুপুরে তাহিদা ইসলাম ইলমা বাসার সামনে খেলছিলো। এ সময় আসামি বাপ্পি তেঁতুলের লোভ দেখিয়ে ইলমাকে তার ঘরে নিয়ে প্রথমে ধর্ষণ করে। পরে মরদেহটি কাঁথা পেঁচিয়ে পাশের ডাকাতিয়া নদীতে ফেলে দেয়৷ পরদিন ইলমার মরদেহ খুঁজে পায় স্বজনরা।

এ ঘটনায় ইলমার বাবা দেলোয়ার হোসেন বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ আসামি বাপ্পিকে গ্রেপ্তার করে। পরে ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত একজনকে খালাস এবং একজনকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।


আমার বার্তা/এমই