গজারিয়ায় আওয়ামী লীগের শোকসভা
প্রকাশ : ০১ আগস্ট ২০২৪, ১৯:৫৬ | অনলাইন সংস্করণ
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগ উদ্যোগে জাতীয় শোকের মাস উপলক্ষে ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তুতি আলোচনা ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ আগস্ট) বিকাল ৫ ঘটিকায় মিয়ামি ডিনার রেস্টুরেন্টে ১৫ আগস্ট ২০২৪ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী পালন, মাসব্যাপী কর্মসূচি অংশ হিসেবে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে প্রস্তুতি সভা হয়।
ভবেরচর আওয়ামী লীগের সভাপতি মো শাহ আলমের সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মুক্তার হোসেন সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনসুর আহমেদ জিন্নাহ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক গজারিয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মহসিন চৌধুরীর, বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান প্রধান, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ফারহানা আক্তার এনি, উপজেলা কৃষক লীগের সভাপতি মোশাররফ হোসেন মিন্টু, সাবেক জেলা পরিষদের সদস্য নাজমুল হোসেন,গজারিয়া আওয়ামী লীগের সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি, মাহবুব আলম শাহিন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, গজারিয়া আওয়ামী লীগের সাবেক সদস্য আলী আহম্মদ দেওয়ান, নাসির উদ্দীন মিন্টু, মজুবুর রহমান, বালুয়াকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান, সাবেক গজারিয়া উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি আবুবকর সিদ্দিক, ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি বিল্লাল ভুঁইয়া প্রমুখ।
আমার বার্তা/এমই