বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ সাজিতকে ছাত্রদল শুভেচ্ছা

প্রকাশ : ১০ আগস্ট ২০২৪, ২০:০৮ | অনলাইন সংস্করণ

  গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:

মুন্সিগঞ্জের গজারিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে  আহত সাজিদ প্রধানকে  এলাকার  ছাত্রদল কর্মী ও হিতাকাঙ্ক্ষীরা ফুলেল শুভেচ্ছা প্রদান কর্মসূচি পালিত।

শনিবার (১০ আগস্ট) বিকাল ৫টায় সময়  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এলাকায় এই কর্মসূচি পালন করে ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আহত শিক্ষার্থী  উপজেলা ভবেরচর ইউনিয়নে কলেজ রোড নিবাসী হেদায়েতুল্লাহর একমাত্র ছেলে। শিক্ষার্থী সাজিদ প্রধান (১৪) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে  গত ৫ আগস্ট  যাত্রাবাড়ী এলাকায় পুলিশের ছোড়াগুলিতে পিঠে এবং হাতে আঘাত  পায়।  শিক্ষার্থী সাজিত প্রধান জানান  গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায়  প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ ভর্তি করা হয়। পরে তাকে রাজধানী ঢাকার বেসরকারি আজগর আলী হাসপাতালে  চিকিৎসায় সুস্থ হয়। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর কলেজ রোড এলাকায় ভবেরচর  ইউনিয়ন  ছাত্রদল ও সহযোগী সংগঠনের  হিতাকাঙ্খী বন্ধুরা  তাকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানায়।  

সাজিদ প্রধান  শামসুল হক খান স্কুল এন্ড কলেজের বর্তমানে অধ্যায়নরত শিক্ষার্থী।

আমার বার্তা/মুকবুল হোসেন/এমই