ত্রিশালে ১৪ কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে শিক্ষার্থীরা

প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ১০:২৬ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধলা বাজার থেকে ১৬ কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে ট্রাফিকে দায়িত্বরত শিক্ষার্থীরা। আটক ব্যক্তিরা হলেন ভৈরবের মহেষপুর এলাকার নবী হোসেন( ১৯), রিয়াদ (১৮)।

শুক্রবার (৯ আগস্ট) দিবাগত রাত দেড়টায় এদের আটকে ত্রিশালে অবস্থানরত সেনাবাহিনীকে সংবাদ জানালে সেনাবাহিনীর একটি টিম ভোর শনিবার ভোর পাঁচটা নাগাদ ত্রিশাল থানায় নিয়ে আসেন।

বিষয়টি নিয়ে শিক্ষার্থী মুন্নাফ খন্দকার বলেন, দুজন লোক মোটরসাইকেলযোগে দুটি ব্যাগ নিয়ে যখন যাচ্ছিলেন, তখন সন্দেহ হলে ওনাদের থামিয়ে ব্যাগ তল্লাশি করলে ১৪ কেজি গাঁজা পাওয়া যায়। আটককৃতরা জানান, তারা গাঁজঁ নিয়ে ভৈরব থেকে শেরপুর যাচ্ছিলেন।


আমার বার্তা/জেএইচ