বজ্রপাতে মা-মেয়েসহ প্রাণ গেল ৩ জনের

প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ১৭:৩২ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (১১ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

এর মধ্যে রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উশধারী গ্রামে ধানখেত থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মা ও মেয়ের মৃত্যু হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সৈয়দ আলীর স্ত্রী মেরিনা বেগম (৪৫) ও মেয়ে সাথি আক্তার (১৪) দুইজনে মিলে ধানখেতে নিড়ানি দিতে যায়। এ সময় হঠাৎ বৃষ্টি এলে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই মা ও মেয়ে মৃত্যুবরণ করেন।

রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) জয়ন্ত কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেন।

এ ছাড়াও ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার যাদুরাণী পশ্চিম কলেজপাড়ার মো. ন‌ওসাদের ছেলে আলিম (৩০) দুপুর ১টার দিকে বজ্রপাতে মৃত্যুবরণ করেন।

হরিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।


আমার বার্তা/এমই