গজারিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪১ | অনলাইন সংস্করণ

  গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় গুয়াগাছিয়া ইউনিয়ন  সীমানা সংক্রান্ত  পূর্ব শত্রুতার জের ধরে একপক্ষের অতর্কিত হামলায় একই পরিবারের ৬ জন আহত।  অপরদিকে  হোসেন্দী  ইউনিয়ন জামালদি বাস স্ট্যান্ড এলাকায়  একটি শিল্প কারখানায়  চাঁদা প্রতিরোধ কেন্দ্র করে  উপজেলা যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে  ২জন  আহত হয়েছে। 

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় গুয়াগাছিয়া ইউনিয়ন নতুন বসুর চর গ্রামে  সীমানা বিরোধকে কেন্দ্র করে নাসির উদ্দিনের পরিবারের উপর হামলা করে। হাময়াল আহত  নাছির উদ্দিন, ছেলে  আশিক, আশিকের মা আছমামা, ৩ বোন ছনিয়া, রিয়া মনি, খুকু মনিসহ একই পরিবারের ৬জন আহত হয়।   

আহতদের মধ্যে আশিক মিয়া  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন আছে। অপরদিকে বেলা সাড়ে বারো ঘটিকার সময়  হোসেন্দী ইউনিয়ন জামালদি বাস স্ট্যান্ড এলাকায়  নাসা গ্রুপের একটি শিল্প কারখানায় যুবদলের একপক্ষ  চাঁদা চাওয়ায় অপর পক্ষের  চাঁদা বন্ধ প্রতিবাদে সংঘর্ষে দুইজন আহত হয়। হোসেন্দী ইউনিয়ন যুবদল নেতা আহত কামাল হোসেন জানান ওই ইউনিয়নের যুবদলের অপর একটি গ্রুপ  যুবদল নেতা  আলী হোসেনের নেতৃত্বে নাসা গ্রুপ কোম্পানির কাছে  চাঁদা চাওয়া হয়। দলের কেন্দ্রীয়  নির্দেশনায়  চাদা বন্ধর প্রতিবাদ করায়  আলী হোসেনের নেতৃত্বে ১০ থেকে ১২ জন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে। নাসা  শিল্প কারখানার প্রবেশ গেটের ভিতরে  হামলা হয়েছে।হামলায় আমি সহ আমার সহকর্মী দেলোয়ার  আহত হয়েছি। আহত কামাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছে। উপজেলা সাবেক যুবদল সভাপতি মুজিবুর রহমান জানান  চাঁদাবাজ, দখলবাজ জুলুম অত্যাচার  প্রতিরোধে  দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। 

গজারিয়া থানা ভারপ্রাপ্ত  অফাসার  আখতারুজ্জামান জানান  উভয় স্থানের সংঘর্ষের  সংবাদ শুনেছি। গুয়াগাছিয়া ইউনিয়ন নতুন বসুর চর গ্রামে  থানা পুলিশ পাঠানো হয়েছে। দুই ঘটনার কোন পক্ষ থানায় অভিযোগ করে নাই। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আমার বার্তা/মুকবুল হোসেন/এমই