জামিনে মুক্তি পেলেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৫ | অনলাইন সংস্করণ
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা শীর্ষ সন্ত্রাসী শেখ আসলাম ওরফে সুইডেন আসলাম জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার রাত ৯টায় তিনি ওই কারাগার থেকে বের হয়ে যান।
বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে সুইডেন আসলামের জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে জেলার লুৎফর রহমান।
সুইডেন আসলাম ঢাকার নবাবগঞ্জ থানার ছাতিয়ার এলাকার শেখ জিন্নাত আলীর ছেলে। তেজগাঁওয়ের যুবলীগের নেতা গালিব হত্যার ঘটনায় আসলামের বিরুদ্ধে তেজগাঁও থানা হত্যা মামলা রয়েছে। ১৯৯৭ সালের ২৩ মার্চ গালিব খুন হন। এ ঘটনায় আসলামসহ ২০ জনের বিরুদ্ধে মামলা হয়।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেপ্তারের পর দেশের বিভিন্ন কারাগারে রাখা হয় তাকে। হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে জেলার লুৎফর রহমান জানান, ২০১৪ সাল থেকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ছিলেন আসলাম। বুধবার তার জামিনের কাগজ কারাগারে আসে। পরে রাত ৯টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।
প্রসঙ্গত, চারদলীয় জোট সরকারের আমলে ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর একজন শেখ আসলাম। ১৯৮৬ সালে ফার্মগেটের পূর্ব রাজাবাজারে স্কুলের সামনে মায়ের হাত ধরে থাকা কিশোর শাকিলকে গুলি করার অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে।
আমার বার্তা/জেএইচ