তারাবো বিএনপির সমাবেশে শত শত নেতাকর্মী নিয়ে যুবদল নেতা আফজাল কবির ও আরিফ
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২১:৩২ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক :
তারাবো পৌর বিএনপি আয়োজিত সমাবেশে তারাবো পৌর যুব দলের আহবায়ক আফজাল কবির ও আরিফুল ইসলাম আরিফের নেতৃত্বে শত শত নেতাকর্মী সমাবেশে যোগ দেন ।
আজ শনিবার (৭ সেপ্টেম্বর) তারাবো পৌর বিএনপি অঙ্গ, সহযোগী সংগঠনের আয়োজনে রূপগঞ্জের রূপসী এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, দখল ও নৈরাজ্যের বিরুদ্ধে
এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলার বিএনপি অঙ্গ, সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি এড.মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, কাঞ্চন পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খাঁন, তারাবো পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু,তারাবো পৌর যুবদলের আহবায়ক আফজাল কবির , যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফ , যুবদল নেতা রাসেল ভূইয়া, তারাবো পৌরসভার ৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহরিয়ার ইসলাম আবিদ, ভুলতা ইউনিয়ন বিএনপি সভাপতি আব্বাস উদ্দিন, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল মজিদসহ উপজেলার বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।