অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ জনকে জেল-জরিমানা

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৩৬ | অনলাইন সংস্করণ

  মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ শ্রমিককে কারাদন্ড ও দুই ড্রেজার মালিককে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রোববার (৮ সেপ্টেম্বর) সকালে শহরের রাস্তি এলাকায় এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মকবুল হোসেন।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের রাস্তি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)। এ সময় দুটি ড্রেজারের তিন শ্রমিককে এক মাস করে সশ্রম কারাদণ্ড দেয়া হয় এবং দুটি ড্রেজারের মালিক মিঠু হাওলাদার ও মিঠু লস্করকে ৫০ হাজার টাকা করে মোট এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

সাজাপ্রাপ্ত আসামিরা হল, বরিশালের বানারীপাড়া উপজেলার দিদিহার গ্রামের আব্দুর রহমান মৃধার ছেলে আব্দুল মোতালেব (২৮), একই উপজেলার রাজাপুর গ্রামের আবু হানিফের ছেলে মো: জাহিদুল ইসলাম (২৭) ও ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ গ্রামের শাহ আলম চৌকিদারের ছেলে মো. মাসুদ (২৮)। আটককৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

এ বিষয় মদারীপুর সদর সহকারী কমিশনার (ভূমি) মকবুল হোসেন বলেন, দির্ঘদিন ধরে মাদারীপুরের আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল একটি মহল। সকালে বালু উত্তোলনের সময় হাতেনাতে আটক করা হয়। এ সময় ৩ জন শ্রমিককে ১ মাস করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়। এছাড়া দুই ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা করে মোট এক লক্ষ টাকা জরিমানা করা হয়।


আমার বার্তা/এমই