নড়াইলে ভূমি সেবা সহজিকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:৪৬ | অনলাইন সংস্করণ

  বায়তুল্লা, কালিয়া (নড়াইল) :

কালিয়ায় ভূমি সেবা সহজিকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

 


নড়াইলের কালিয়ায় ভূমি সেবা সহজিকরণ ও স্বচ্ছতা নিশ্চিত করণ বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গত ২৪ সেপ্টেম্বর উপজেলার পুরুলিয়া ইউনিয়নের  ভূমি কর্মকরতা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের সদ্য দায়িত্ব নেওয়া জেলা প্রশাসক  শারমিন আক্তার জাহান। এসময় কালিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা,  সহকারী কমিশনার (ভূমি) সহ উপজেলার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 এছাড়া  পুরুলিয়া ইউনিয়নের   গণ্যমান্য  ব্যক্তিবর্গ সভায় অংশগ্রহণ করেন ।

 এ সময় জেলা প্রশাসক  নানা ধরনের উন্নয়নের কথা তুলে ধরেন এবং পুরুলিয়া ইউনিয়ন ভূমি অফিস দালাল মুক্ত অফিস ঘোষনা দেন একই সাথে ভূমি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এর প্রশংসা করেন।

 সরজমিনে জেলা প্রশাসক স্থানীয় মানুষের কাছে পুরুলিয়া ইউনিয়নের সেবা সম্পর্কে জানতে চাইলে স্থানীয়রা জানান  ভূমি কর্মকর্তা তাদের সবসময় সহযোগিতা করে থাকেন এবং সঠিক সেবা পেয়ে থাকেন ।ভূমি অফিসে কোন ধরনের দুর্নীতি প্রমাণিত হলে কাউকে ছাড় দেবেন না বলে জানান জেলা প্রশাসক ।