নওগাঁর আত্রাইয়ে পতিসর ব্র্যাক কর্তৃক এল এস ডি ভ্যাক্সিন প্রদান ক্যাম্পের উদ্বোধন
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ১৩:২৪ | অনলাইন সংস্করণ
মোঃ আলমগীর হোসেন, আত্রাই (নওগাঁ) ঃ

নওগাঁর আত্রাই উপজেলায় পতিসর ব্র্যাক কর্তৃক এল এস ডি ভ্যাক্সিন প্রদান ক্যাম্পেন বুধবার সকাল ১০ টায় গরুর মারাত্মক রোগ ল্যাম্পি স্কিন ডিজিজ যা বর্তমান সময়ে প্রকোপ আকার ধারণ করেছে। এরই ধারাবাহিকতায় ব্র্যাক আলট্রা- পূওর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম এর আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ অফিসের তত্ত্বাবধানে এবং ব্র্যাক কৃএিম প্রজনন এন্টারপ্রাইজ এর সহযোগিতায় LSD এর ভ্যাক্সিন Lumpyvac vaccine আনুষ্ঠানিক ভাবে শুরু হয়।
উক্ত ভ্যাক্সিন ক্যাম্পে উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডাঃ মোঃ বেলাল উদ্দিন সদস্যদের উদ্দেশে ভ্যাক্সিন এর কার্যকারিতা, গুরুত্ব , প্রয়োজনীয়তা , গরু লালন পালন ও ব্র্যাক আলট্রা-পূওর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম কে সাধুবাদ ব্যাক্ত করেন এ রকম বড় ধরনের উদ্যোগ নেয়ার জন্য। এর পরে তিনি গরুকে ভ্যাক্সিন পুষ করার মাধ্যমে ভ্যাক্সিন এর কার্যক্রম শুরু হয় এবং আজকের ভ্যাক্সিন ক্যাম্প এর জন্য ভ্যাক্সিন ক্যারিয়ার দিয়ে সহায়তা প্রদান করেছেন।
উক্ত ক্যাম্পে আরো উপস্থিত ছিলেন সোনাডাঙ্গা গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম (পর্বত), ব্র্যাক Al Enterprise মোঃ বুলেট হোসেন, শাখা ব্যবস্থাপক দধিরাম দেব শর্মা, কর্মসূচি সংগঠক মোঃ সুজন আলী।