গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ১৪:২৯ | অনলাইন সংস্করণ

  মাদারীপুর প্রতিনিধি:

ন্যায়বিচার প্রাপ্তির পথকে সহজ করার লক্ষ্যে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার।

এ সময় তিনি বলেন, গ্রাম আদালতে স্বল্প খরচে, উত্তম প্রতিকার পাওয়ার সুযোগ রয়েছে। গ্রাম আদালতের সুবিধাসমূহ স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডে ও মিডিয়ার মাধ্যমে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ প্রচার করে সাধারণের মাঝে পৌঁছে দিতে হবে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নুসরাত আজমেরী হকের সভাপতিত্বে সভায় গ্রাম আদালত সম্পর্কে স্লাইডের মাধ্যমে বিস্তারিত তুলেন এভিসিবি ৩য় পর্যায় প্রকল্পের ডিষ্ট্রিক্ট ম্যানেজার মো. আলিউর হাসানাত খান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপারের প্রতিনিধি সহকারী পুলিশ সুপার শেখ মো. মুরসালিন, এনডিসি রিজভী আহমেদ সবুজ, গ্রাম আদালতের ডাসার উপজেলা সমন্বয়কারী নাসির উদ্দিন লিটন, শিক্ষকবৃন্দ, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, ধর্মীয় নেতা, যুব সমাজের প্রতিনিধি, ডিস ক্যাবলের প্রতিনিধিগণ সহ অন্যরা।


আমার বার্তা/লিখন মুন্সী/এমই