গজারিয়ায় অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ১৬:৫৪ | অনলাইন সংস্করণ

  মুকবুল হোসেন:

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বিপুল পরিমাণ টাকা আত্মসাৎসহ নানা রকমের নিয়ম বহির্ভূত কাজ করার অভিযোগ বর্তমান অধ্যক্ষের বিরুদ্ধে।

গজারিয়া কলিমুল্লাহ বিশ্ববিদ্যালয়ের বর্তমান অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজার বিরুদ্ধে শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের টাকা, মজিব বর্ষ উদযাপন উপলক্ষে কলেজ ফান্ডের টাকা, কলেজ ফান্ড থেকে দার নেয়া  টাকা ফেরত না দেয়া,  শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা, পিএফ ফান্ডের টাকা, আত্মসাৎসহ নানা রকম নিয়ম বহির্ভূত   বিফল পরিমাণ টাকা আত্মসাৎ এর অভিযোগ  পাওয়া গেছে ।

উপজেলা প্রশাসন বরাবর নানারকম অনিয়ম ও দুর্নীতির  বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার   অভিযোগপত্র জমা হয়েছে। অভিযোগকারীদের মধ্যে রয়েছে  কলেজের একাধিক সহকারী শিক্ষক মন্ডলী, একই কলেজের এইচএসসি ও অনার্স  কোর্সের অনেক শিক্ষার্থীবৃন্দ।

অভিযোগ কারীদের মধ্যে সহকারী অধ্যাপক মো. জালাল উদ্দিন, প্রভাষক মো. আল-আমিন, সাইফুর রহমান, মোরশেদা খানম, শাহিনুর ইসলাম জানান অধ্যক্ষর বিরুদ্ধে  নানা  অনিয়মের  অভিযোগ দেয়ায়,  উপজেলা নির্বাহী অফিসার  ইউএনও মহোদয়  তদন্ত কমিটির মাধ্যমে দুর্নীতি তদন্ত করেছেন। অভিযোগ কারীদের  দাবি  অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মুর্তজা  কলেজে যোগদানের পর থেকে সুনির্দিষ্ট নিয়ম  নারায়ণগঞ্জ জেলা, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি, পরিচয়ে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় এমপিদের নাম ভাঙ্গিয়ে  কলেজে নানামুখী প্রভাব খাটিয়েছে।

অভিযুক্ত অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মুর্তজা সংবাদ কর্মীদের জানান  সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি  নির্বাচিত হওয়া সংবাদটি   সঠিক না। প্রস্তাবিত কমিটিতে নাম দেয়া হয়েছিল।  পরবর্তী সময়ে  কমিটি থেকে  আমার নাম কেটে দেয়া হয়েছে। দল ছাড়া কলেজে দলীয়  প্রভাব খাটানোর সুযোগ নেই। বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে টাকা আত্মসাৎ এর অভিযোগ প্রসঙ্গে সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে  উত্তর না দিয়ে অর্থ আত্মসাৎ এর বিষয়টি  মিথ্যে বলে দাবি করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার জানান অধ্যক্ষ মোনতাজ  উদ্দিন মুর্তজার বিরুদ্ধে  অভিযোগের তদন্ত রিপোর্ট  পেয়েছি।  রিপোর্টের ফলাফল যথাযথ মন্ত্রণালয় ও অধিদপ্তরে পাঠানো হবে। 

 

আমার বার্তা/এমই