গজারিয়ায় অবৈধ চুনা কারখানায় অর্থদণ্ড
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ১৯:২৫ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিনিধি:
মুন্সিগঞ্জের গজারিয়ার বাউশিয়ায় অবৈধ চুনা কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচিত হয়েছে। অভিযানে চুনা কারখানা বন্ধের নির্দেশ ও অবৈধ চুনা কারখানার মালিককে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
বুধবার (২ অক্টোবর) বিকেল সাড়ে তিনটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মানাবে পার্কের বিপরীত পাশে অবস্থিত অবৈধভাবে গড়ে ওঠা চুনাপাথর কারখানায় অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানে নির্বাহী মাজিস্ট্রেটের দায়িত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার। অভিযানের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান অবৈধ চুনা কারখানার স্বত্বাধিকারী মো. আপনকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড করাসহ আগামী তিন দিনের মধ্যে কারখানা অপসারণ করার নির্দেশ প্রদান করা হয়েছে।
অভিযানের সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা প্রশাসন ও গজারিয়া থানা পুলিশ।
আমার বার্তা/মুকবুল হোসেনিএমই