জামালপুরে ট্রাকচাপায় ৩ জন নিহত
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪, ১৩:২৩ | অনলাইন সংস্করণ
জামালপুর প্রতিনিধি
জামালপুরের টিউবওয়েলপাড় ত্রিমোড়ে ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন।
শুক্রবার সকাল ৯টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জামালপুর শহরের নয়াপাড়া এলাকার মো. মোস্তাফিজুর রহমান (৫৫), মেলান্দহ উপজেলার কাপাসহাটিয়া এলাকার অটোরিকশাচালক রোকন মাহমুদ (৪৫) ও একই উপজেলার শেখ সাদি এলাকার আব্দুল মালেক (৫০)।
জানা গেছে, সকালে সদর উপজেলার কেন্দুয়া কালীবাড়ি এলাকা থেকে ব্যাটারিচালিত অটোরিকশা জামালপুর শহরে আসছিল। অটোরিকশাটি শহরের টিউবওয়েল পাড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। তাতে অটোরিকশাচালক রোকন মাহমুদ ঘটনাস্থলেই নিহত হন। জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে আব্দুল মালেক মারা যান। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান মোস্তাফিজুর রহমান।
জামালপুর সদর থানার ওসি ফয়সাল মো. আতিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি জব্দ করা যায়নি। অটোরিকশাটি থানায় আনা হয়েছে।
আমার বার্তা/জেএইচ