কুড়িগ্রামে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে ১৯ জন গ্রেফতার
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ২৩:৩৪ | অনলাইন সংস্করণ
এম জি রাব্বুল ইসলাম পাপ্পু, কুড়িগ্রাম :
কুড়িগ্রাম জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন থানায় গত ২৪ ঘন্টায় জিআর ওয়ারেন্ট মূলে ০১ জন (কুড়িগ্রাম), সিআর ওয়ারেন্ট মূলে ৪ জন (কুড়িগ্রাম-০৩, চিলমারী-০১), পূর্বের মামলায় ১৪ জন (কুড়িগ্রাম-৭, উলিপুর-০১, ফুলবাড়ী-০৩, রৌমারী-০১, কচাকাটা-০২) সহ মোট ১৯ জন আসামী গ্রেফতার করে।
এব্যাপারে কুড়িগ্রাম জেলা পুলিশ বলছে নিরাপদ কুড়িগ্রামের লক্ষে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ফৌজদারি অপরাধ যেমন চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতন সহ শান্তি বিনষ্টকারী, উগ্রবাদ, সাইবার অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে বদ্ধ পরিকর টিম কুড়িগ্রাম জেলা পুলিশ।