বাউফলে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুল মজিদের জানাজা ও দাফন
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ২৩:৫৪ | অনলাইন সংস্করণ
বাউফল,(পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া ২নং ওয়ার্ডের আলী আকবর চৌধুরীর বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ চৌধুরী (৮২) এর রাষ্ট্রীয় মর্যাদায় আজ জানাজ ও দাফন সম্পর্ণ হয়।
শনিবার সকাল ১১.৩০মি: তার নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। এবং বিকাল ৫.৩০ মি: এর সময় তার নিজ বাড়ীতেই রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা সম্পন্ন হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন,বাউফল উপজেলার এসিল্যান্ড প্রতীক কুমার কুন্ডু ও বাউফল থানার ওসি মো: কামাল হোসেন ও এলাকার মুক্তিযোদ্ধা বৃন্দ উপস্থিত ছিলেন কশবা মাদ্রাসার সুপার মো: নুরুল ইসলাম ও এলাকার মুসুল্লীগন
মৃত্যুকালে ২ পুত্র,২ কণ্যা রেখে গেছেন।
উল্লেখ্য,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ চৌধুরী কিছুদিন যাবত অসুস্থ ছিলেন।