ডিমলায় বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪, ১৮:০১ | অনলাইন সংস্করণ

  মোঃ হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী) ঃ

ডিমলায় ছাত্রদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

নীলফামারীর ডিমলায় বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

 ১৭ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুর ১ টায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অবৈধভাবে প্রাকৃতিক সম্পদ বালু, পাথর উত্তোলন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলমান সংকট, অনলাইন জুয়া, মাদকদ্রব্য, বাজার মনিটরিং, বিভিন্নধরনের চুরিসহ বিভিন্ন বিষয়ে ডিমলা সংস্কারের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সাথে উপজেলা নির্বাহী অফিসার মো. রাসেল মিয়ার মতবিনিময় করেন। 

এসময় উপস্থিত ছিলেন ডিমলা উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রাশেদুজ্জামান রাশেদ, মো. আলিফ হোসেন, মো. লাবলু ইসলাম, নাজমুল হক, নাসির ভূইয়া, রেজাউল করিম, মো. মিলন ইসলাম, তুষার ইসলাম, মো. লিয়ন ইসলাম, জিয়াউর ইসলাম জিয়া, আরিফ হোসাইন মীর, আতাউর রহমান, মো. আরিফুজ্জামান রোহান, মোন্নাফ হোসাইন, সেলিম ইসলাম, ওবায়দুল ইসলাম, আশরাফুল ইসলাম, জাহিদ হাচান, রিফাত হোসেন, শাহিনুর ইসলাম, মো. জনাব আলী, কাওসার রহমান, ইমরান খান, মজিবুল ইসলাম, নয়ন ইসলাম ও জাফর হোসেন জাকির প্রমূখ।