বুড়িমারী স্থলবন্দর থেকে অটোচালকের মরদেহ উদ্ধার

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ১৪:৫১ | অনলাইন সংস্করণ

  পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি :

অটোচালকের মরদেহ উদ্ধার

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের জিরোপয়েন্ট থেকে আবির হোসেন(৩৫) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার(২৯ অক্টোবর) সকালে পাটগ্রাম উপজেলার বুড়িমারী জিরোপয়েন্ট সীমান্ত পিলার নং- ৮৪২/২এস এলাকায় ব্রীজের নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়। মৃত আবির হোসেন উপজেলার বুড়িমারী ইউনিয়নের কলাবাগান এলাকার আপ্তার উদ্দিনের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, বুড়িমারী জিরোপয়েন্ট সীমান্ত পিলার নং- ৮৪২/২এস এলাকায় বিজিবি চেকপোষ্ট এলাকায় ব্রীজের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পাটগ্রাম থানা পুলিশ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬১ ব্যাটালিয়নের বুড়িমারী ক্যাম্পের সদস্যদের সহায়তায় লাশ উদ্ধার করে। পাশের একটি দোকানের সামনে রাখা তার অটোরাকশাটিও উদ্ধার করে পুলিশ।

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আশরাফুজ্জামান সরকার বলেন- ব্রীজের নিচ থেকে আবিরের মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। আপাতত অপমৃত্যু মামলা দায়ের করে মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। মরদেহের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। মর্গের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।