শীতলক্ষ্যায় ট্যাংকার থেকে লুট হওয়া ৫০ হাজার লিটার তেল উদ্ধার
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ২৩:১৫ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিনিধি :
নারায়ণগঞ্জের বন্দর এলাকার শীতলক্ষ্যা নদীতে একটি জ্বালানি তেলের ট্যাংকার থেকে লুট হওয়া প্রায় ৫০ হাজার লিটার ফার্নেস তেল উদ্ধার করেছে যৌথ বাহিনী।
গত শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের কলাগাছিয়াতে বন্দর থানা-পুলিশ, নৌ পুলিশ, সেনাবাহিনী ও র্যাব যৌথ অভিযান চালিয়ে এসব ফার্নেস তেল উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বিকেলে প্রায় চার লাখ লিটার জ্বালানি তেল বহনকারী একটি বড় তেলের ট্যাংকার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পদ্মা অয়েল ডিপো থেকে গাজীপুরের আরপিসিএল পাওয়ার প্ল্যান্টে যাচ্ছিল। এ সময় একদল ডাকাত দুটি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে ট্যাংকারটি থামিয়ে প্রায় ৫০ হাজার লিটার জ্বালানি তেল লুট করে। ডাকাতেরা তেল লুটের পর ট্যাংকারের চারজন ক্রুকে অপহরণ করে। অবশ্য পরে তাঁদের নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হয়। পরে লুট করা জ্বালানি তেল কলাগাছিয়া এলাকার একটি চরে ডালিম ও শিপন নামে দুজনের তত্ত্বাবধানে রাখা হয়।
ঘটনাটি জানতে পেরে স্থানীয় বাসিন্দা আল-আমিন নারায়ণগঞ্জ বন্দর থানা-পুলিশকে জানান। পরে বন্দর থানা-পুলিশ ও কলাগাছিয়া নৌ পুলিশের ২০ থেকে ২৫ জন সদস্যের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে গেলে স্থানীয় কিছু লোক পুলিশকে তাঁদের দায়িত্ব থেকে বাধা দেওয়ার চেষ্টা করেন। পরে সেনাবাহিনী ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে গেলে অভিযুক্ত ব্যক্তিরা দ্রুত পালিয়ে যান। যৌথ বাহিনী অভিযান চালিয়ে ইঞ্জিনচালিত নৌকা দুটি নিয়ন্ত্রণে নিয়ে লুট হওয়া জ্বালানি তেল উদ্ধার করে। নৌকা দুটি কলাগাছিয়া নৌ পুলিশ ক্যাম্পের হেফাজতে রাখা হয়। পরে যৌথ বাহিনী অভিযুক্ত ডালিম ও শিপনের বাড়িতে তল্লাশি চালিয়ে খালি গ্যালন,রামদা, ছুরি ও পাসপোর্ট উদ্ধার করে।
কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক সালেহ আহমদ পাঠান বলেন, যৌথ বাহিনীর অভিযানে জ্বালানি তেল লুটের কাজে ব্যবহৃত দুটি ইঞ্জিনচালিত নৌকাসহ মোট তিনটি নৌকা জব্দ করা হয়েছে।
স্থানীয় লোকজনের ভাষ্য, অভিযুক্ত ডালিম, শিপনসহ বেশ কয়েকজন চিহ্নিত অপরাধী এ ঘটনার সঙ্গে জড়িত। এর আগেও ডালিমের বিরুদ্ধে তেলচুরির ঘটনায় একাধিক মামলা রয়েছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, যৌথ বাহিনীর অভিযানে ৫০ হাজার লিটার ফার্নেস তেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। উদ্ধার করা তেলের দাম প্রায় ৫০ লাখ টাকা।