যৌথবাহিনীর অভিযান, গাজীপুরে দুই নারীসহ গ্রেপ্তার ৫

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪, ১০:১১ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে দুই নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২ নভেম্বর) মধ্যরাতে মহানগরের লক্ষীপুরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

যৌথ বাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে মহানগরের লক্ষীপুরা এলাকায় বিভিন্ন বাসা-বাড়িতে অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে দুইজন নারী ও তিনজন পুরুষ।

যৌথ বাহিনী আরও জানায়, গ্রেপ্তারকৃতদের গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।


আমার বার্তা/জেএইচ