মির্জাপুরে নিষিদ্ধ পলিথিন জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪, ১৩:০২ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে অভিযান পরিচালনা করে ১৪২ কেজি পলিথিন ব্যাগ জব্দ ও দুইজনকে মোট ৩২ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান।
শনিবার (২ নভেম্বর) বিকেলে মির্জাপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সহকারি কমিশনার (ভূমি) ও টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তর সম্মিলিতভাবে অভিযানটি পরিচালনা করে।
অভিযানকালে টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক তুহিন আলম ও পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর উপস্থিত ছিলেন। সামনে এ ধরনের অভিযান আরো জোরদার করা হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান।
আমার বার্তা/প্রতাপ কুমার গোপ/এমই