কুলাউড়া এসোসিয়েশন অব নিউজার্সি ইউ এস এ থেকে সৈয়দ জুবায়ের আলীকে বহিষ্কার
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ১৯:৩৯ | অনলাইন সংস্করণ
সৈয়দ মিছবাহ,কুলাউড়া(মৌলভীবাজার):
কুলাউড়া এসোসিয়েশন অব নিউজার্সি ইউ এস এ-এর সাবেক উপদেষ্টা সৈয়দ জুবায়ের আলীকে বিভিন্ন অনিয়ম, অভিযোগ ও সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগে বহিষ্কার করা হয়েছে।
১১ই নভেম্বর বহিষ্কার পত্র পাঠ করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এসোসিয়েশনের নেতৃবৃন্দ জানিয়েছেন, জুবায়ের আলী নিজের ভাইকে সিনিয়র সহ-সভাপতি বানাতে না পেরে হতাশ হয়ে সংগঠনের স্বার্থ বিরোধী কাজ করেছেন। তিনি সাবেক ৩ জন উপদেষ্টাকে সাথে নিয়ে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৪ জনকে বহিষ্কারের চেষ্টা করেছেন, যা সংগঠনের বিধানের পরিপন্থী।
গত ২০শে অক্টোবর কুলাউড়া এসোসিয়েশন অব নিউজার্সির নতুন কমিটির সপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। গোলাম মোদাব্বির চৌধুরী সুলেমানকে সভাপতি ও আতিকুল ইসলাম শাহীনকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটি গঠন করা হয়েছে। এই নতুন কমিটিই জুবায়ের আলীকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
নেতৃবৃন্দ আরও জানিয়েছেন, সংগঠনের সকল সদস্যের মতামতের ভিত্তিতে ১৬ জন উপদেষ্টা নির্বাচিত করা হয়েছে। জুবায়ের আলীর এই কার্যকলাপের ফলে সংগঠনে বিভক্তি সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। তাই সকল সদস্যকে সচেতন করা হয়েছে যাতে তারা এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় কান না দেয়।
সৈয়দ জুবায়ের আলীর কার্যকলাপ এবং বহিষ্কারের বিষয়ে কুলাউড়া এসোসিয়েশন অব নিউজার্সির সভাপতি, গোলাম মোদাব্বির চৌধুরী সুলেমান মুঠোফোনে জানান, সৈয়দ জুবায়ের আলীর ভাইকে সিনিয়র সভাপতি বানানো নিয়েই তিনি ৩জন সাবেক উপদেষ্টাকে সাথে নিয়ে যাকে খুশি তাকে বহিষ্কার করছেন, তিনি সুন্দর ভাবে পরিচালিত একটি সংগঠনকে বিভাযন করতে চাচ্ছেন (ভপক্স) সভাপতি সুলেমান।
কুলাউড়া এসোসিয়েশন অব নিউজার্সি ইউ এস এ-তে ঘটে যাওয়া এই ঘটনা প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের সামাজিক সংগঠনগুলোর পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশ্ন তুলে ধরেছে।