নাসিরনগরে চুরি-ডাকাতি রোধে সড়কের পাশের ঝোপঝাড় পরিষ্কার
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪, ১৭:৫৩ | অনলাইন সংস্করণ
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া সড়ক ও নাসিরনগর-ফান্দাউক সড়কের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার অংশ হিসেবে সড়কের দুপাশের ঝোপঝাড় পরিষ্কার।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, ৫ই আগস্টের সরকার পতনের পর থেকে নাসিরনগরে বিভিন্ন স্থানে রাতে ও ভোরে ডাকাতি ও ছিনতাইকারীদের উপদ্রব ব্যাপক হারে বেড়েছে। এই সড়কগুলোতে প্রায়ই ডাকাতির ঘটনা ঘটছে। রাস্তার দুই পাশে ঝোপঝাড়ের মধ্যে দুর্ধর্ষ ডাকাত দলের সদস্যরা লুকিয়ে থাকে। পরে যানবাহন সামনে আসলে ডাকাত দলের সদস্যরা ঝোপঝাড় থেকে বেড়িয়ে যানবাহনের গতিরোধ করে ডাকাতি করে আবার ঝোপ-ঝাড়ের ভেতর পালিয়ে যায়।
সড়কের দুপাশে ঝোপঝাড় থাকায় রাতের নীরবতায় চোর-ডাকাত-ছিনতাইকারিদের বিচরণ বৃদ্ধি পাওয়ায় এই অপচেষ্টা রোধে সড়কগুলোতে জনসাধারণ ও যানবাহনের নিরাপদ চলাচল নিশ্চিত করার লক্ষে নাসিরনগর থানা ও বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় সড়কের দুপাশের ঝোপঝাড় পরিষ্কার করার কাজ চলছে।
শনিবার দুপুরে সড়কে গিয়ে পরিষ্কার কাজ পরিদর্শন করেন নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম ও বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল চৌধুরী এসময় আরো উপস্থিত ছিলেন নাসিরনগর থানার তদন্ত (ওসি) কর্মকর্তা মোঃ হাসান জামিল, ফান্দাউক ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ আলমগীর শাহ ও স্থানীয় এলাকাবাসী।